মনে রাখবেন , আপনার একটি সচেতনতা মূলক পদক্ষেপ গ্ৰহনের পূর্ণতাই আপনার পরিবারের বড় নিরাপত্তা এবং প্রিয়োজনদের এমন নিরাপত্তা দেওয়াতেই আপনি স্বার্থক
চুলা অথবা গ্যাসের পাইপে ছিদ্র বা লিক থাকা, অনেকের একটি ভুল ধারণা থাকে যে সিলিন্ডারে লিকেজ থাকার কারণ সিলিন্ডার বিস্ফোরণ হয়।কিন্তু ৯৯% দুর্ঘটনায় দেখা যায় যে,সিলিন্ডারে কোনোরকম লিকেজ থাকেনা।মূলত লিকেজ থাকে পাইপ অথবা চুলার মধ্যে,যেখান থেকে গ্যাস পুরো ঘরে ছড়িয়ে পড়ে ও একটি দুর্ঘটনার সুত্রপাত ঘটে।
ফরাজী মার্ট হচ্ছে আপনার নিত্যপ্রয়োজনীয় সবকিছুর ওয়ান-স্টপ সল্যুশন। যেখানে আমরা কিচেন এপ্লায়েন্স থেকে শুরু করে লাইফস্টাইল প্রডাক্ট, সবই পৌঁছে দিচ্ছি আপনার দৌড়-গোড়ায়। আপনার সুবিধার কথা চিন্তা করে আমরা দিচ্ছি সাশ্রয়ী মূল্যে, এবং একইসাথে নিশ্চিত করছি বেস্ট প্রডাক্ট কোয়ালিটি। তাই নিশ্চিন্তে করুন অনলাইন শপিং, সাথে আছি আমরা ফরাজী মার্ট পরিবার।
© 2024 Suffa-It. All rights reserved.